Commons:Wiki Loves Bangla 2025
Shortcut: Commons:WLBangla2025

নীড় | বিচারক | চিত্র | বিজয়ী | আয়োজক | প্রাজিপ্র |
২০২৫ সালের প্রতিযোগিতার মূল বিষয় বাংলার পাখি। এ প্রতিযোগিতার মাধ্যমে বঙ্গ অঞ্চলে দেখা যায় এমন নানান প্রজাতির পাখির ছবি সংগ্রহ, সংরক্ষণ ও উন্মুক্ত করার সুযোগ তৈরি হবে। বাংলার পাখির সৌন্দর্য, আচরণ ও জীববৈচিত্র্য তুলে ধরে বিশ্ববাসীর সামনে বাংলার প্রকৃতির সমৃদ্ধিকে উজ্জ্বলভাবে উপস্থাপন করাই এই আয়োজনের লক্ষ্য। এই উদ্যোগ একদিকে যেমন পাখি সংরক্ষণ ও গবেষণায় সহায়ক হবে, তেমনি বাংলা সংস্কৃতির অংশ হিসেবে পাখির গুরুত্বও বহন করবে।
"বাংলার পাখি" বলতে মূলত ভৌগলিক ও জীববৈচিত্র্যের দিক থেকে বঙ্গ অঞ্চলের পাখিদের বোঝানো হবে। এই সংজ্ঞার আওতায় অন্তর্ভুক্ত পাখির ধরনগুলো হলো—
- আবাসিক (স্থানীয়): যেসব পাখি সারা বছর বঙ্গ অঞ্চলে বাস করে, যেমন দোয়েল, শালিক, মাছরাঙা।
- পরিযায়ী: যেসব পাখি নির্দিষ্ট ঋতুতে অন্য দেশ থেকে বঙ্গ অঞ্চলে খণ্ডকালের জন্য নিয়মিত অবস্থান করে, যেমন গাঙচিল, সরালি হাঁস।
- পান্থ-পরিযায়ী: যেসব পাখি এক আবাস থেকে আরেক আবাসে গমনের সময় সাময়িকভাবে বঙ্গ অঞ্চলে অবস্থান করে।

ছবি তুলুন

বিবরণ লিখুন
পুরস্কার
প্রতিযোগিতার নিয়মাবলী
বঙ্গ অঞ্চলের যেকোনো পাখির ছবি আপলোড করতে পারেন, আপনার কাছে অতীতে আপনার তোলা পাখির ছবি থাকলে সেগুলিও আপলোড করতে পারেন (প্রায়শ জিজ্ঞাসিত প্রশ্ন পড়ুন)। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কয়েকটি নিয়ম মেনে চলতে হবে। সেগুলো হল:
- অবশ্যই নিজের তোলা ছবি আপলোড করতে হবে;
- ছবি ১ মার্চ থেকে ৩১ মার্চ ২০২৫ তারিখের মধ্যে আপলোড করতে হবে;
- আপলোড প্রক্রিয়া চলাকালীন, আপনি ছবিটি পুনঃব্যবহার করার জন্য সিসি-বাই-এসএ ৪.০ লাইসেন্সে প্রকাশ করছেন বলে ধরে নেওয়া হবে;
- ছবিতে কোনও ওয়াটার মার্ক/জলছাপ থাকা চলবে না;
এছাড়াও, কিছু ব্যবহারিক নিয়ম রয়েছে:
- আপনার উইকি অ্যাকাউন্টে একটি সক্রিয় ই-মেইল ঠিকানা যুক্ত থাকতে হবে (এখানে গিয়ে যোগ করা যাবে);
- যদি কোনও নির্দিষ্ট কারণে উইকিমিডিয়া কমন্স থেকে কোনও ছবি মুছে ফেলা হয়, তবে সেই ছবি স্বয়ংক্রিয়ভাবে প্রতিযোগিতা থেকে অযোগ্য বিবেচিত হবে;
- ছবি আপলোড করার সময় ছবির বিবরণ বাক্সে পাখির পূর্ণ বিবরণ এবং স্থানের নাম যুক্ত করতে হবে, অন্যথায় সেই ছবি পুরস্কারের জন্য অযোগ্য বিবেচিত হতে পারে।
বিচারের মানদণ্ড
নিম্নলিখিত মানদণ্ডের বিবেচনায় বিচারকগণ প্রতিযোগিতার বিজয়ীদের নির্ধারণ করবেন:
- বিষয়টি নিয়ে গবেষণা – ছবি তোলার প্রক্রিয়া এবং ব্যাখ্যা অন্তর্ভুক্ত করা হয়েছে কিনা;
- বর্ণনার গুণমান (প্রধানত আপলোডকারীর তথ্যের ভিত্তিতে বিচার করা হবে);
- উইকিমিডিয়া প্রকল্পে ব্যবহারের উপযোগিতা এবং প্রাসঙ্গিকতা;
- চিত্রের অনন্যতা ও সহজলভ্যতা – এটি বিরল কিনা;
- প্রযুক্তিগত গুণমান (তীক্ষ্ণতা, আলোর ব্যবহার, দৃষ্টিকোণ, কম্পোজিশন ইত্যাদি)
প্রত্যাখ্যানের কারণ নিম্নরূপ বিবেচিত হতে পারে:
- নিশ্চিত/সন্দেহভাজন কপিরাইট লঙ্ঘন;
- প্রয়োজনে আলাপ পাতা বা ইমেলের মাধ্যমে অংশগ্রহণকারীদের সাথে যোগাযোগ করা হতে পারে – এক্ষেত্রে যদি ৪৮ ঘন্টার মধ্যে উত্তর না পাওয়া যায় – তাহলে সংশ্লিষ্ট ছবি সন্দেহজনক বিবেচিত হতে পারে এবং প্রত্যাখ্যান করা যেতে পারে, অংশগ্রহণকারীরা দয়া করে নিশ্চিত করুন যে তারা ইমেল সক্ষম (অ্যাক্টিভ) করেছেন, অথবা নিজের আলাপ পাতায় চোখ রাখুন, এবং আপনার ইমেইলের স্প্যাম ফোল্ডার চেক করুন;
- সম্পূর্ণ Exif তথ্যের অভাব – যেখানে সম্ভব, অবদানকারীদের অন্যান্য সংস্করণের বিবরণে অন্যান্য সংস্করণ/অন্যান্য কোণ থেকে অন্তর্ভুক্ত করা উচিত (বা EXIF সহ ফাইল সংস্করণের লিঙ্ক) অন্তর্ভুক্ত করা উচিত;
- অত্যধিক প্রক্রিয়াকরণ, যেমন ফিল্টার ব্যবহার যা অবাস্তব সম্পাদনা বাতিল বলে গন্য হবে;
- ছবিতে জলছাপ বা অপ্রয়োজনীয় কৃতিত্ব প্রদর্শন (আলোকচিত্রর কৃতিত্ব লাইসেন্সের মাধ্যমে নিশ্চিত করা হয় এবং এটি EXIF-এও অন্তর্ভুক্ত যেতে পারে)
কিভাবে অংশগ্রহণ করবেন
- ধাপ ১: এখনও উইকিমিডিয়া কমন্স অ্যাকাউন্ট নেই? একটি তৈরি করুন – এটি করতে কয়েক সেকেন্ড লাগবে! আপনার ইমেইল ঠিকানাটি নিশ্চিত করতে ভুলবেন না।
- ধাপ ২: আপনার তোলা ছবিগুলি এখানে ক্লিক করে আপলোড করুন।
- ধাপ ৩: আপলোডের সময় ছবির শিরোনাম এই রকম বিন্যাসে দিলে ভালো হয়: পাখির নাম (প্রজাতি) - স্থান (উদাহরণ:
কাঠ শালিক (Sturnia malabarica), সাতছড়ি জাতীয় উদ্যান.jpg
বাশিকারত ছোট বগা (Egretta garzetta), সুন্দরবন পূর্ব বন্যপ্রাণ অভয়ারণ্য, বাংলাদেশ.jpg
)। - ধাপ ৪: আপলোড বাক্সের বিবরণ অংশে আপনি কোন পাখির ছবি তুলেছেন তা বাংলায় লিখুন। তারপর প্রকাশ করুন। এভাবে যতখুশি তত ছবি আপলোড করুন। (সম্ভব হলে ছবি সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা যোগ করুন, যেমন: কোথায়, কখন, কিভাবে ছবিটি তোলা হয়েছে, ছবির পাখিটির বিশেষত্ব কি ইত্যাদি। চাইলে ইংরেজি বা অন্য ভাষাতেও ছবির বর্ণনা যোগ করতে পারেন।)
পরিসরের বাইরে
আমরা এর সাথে সম্পর্কিত নিম্নলিখিত ফাইলগুলি আপলোড করা নিরুৎসাহিত করি:
- কমন্সে ইতিমধ্যেই বিদ্যমান হুবুহু ছবি (পুনরায় আপলোড নিষিদ্ধ)
- অ-আলোকচিত্র কাজ, যেমন অঙ্কন বা সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা সৃষ্ট ছবি
- অস্পষ্ট, ধূসর বা খুব কম রেজোলিউশনের ছবি, যেখানে পাখির বৈশিষ্ট্য স্পষ্ট বোঝা যাচ্ছে না
- কোনো নির্দিষ্ট পাখির পরিবর্তে শুধুমাত্র পালক বা দেহের অংশের ছবি, যা পুরো পাখিকে উপস্থাপন করে না
- খাঁচায় বন্দি বা মানুষের হাতে ধরা বা গৃহপালিত পাখির (যেমন কবুতর, মুরগি, পোষা টিয়া) ছবি, কারণ প্রতিযোগিতাটি প্রধানত বন্য পরিবেশে থাকা পাখিদের আলোকচিত্র সংরক্ষণের জন্য
- ভালোভাবে চিহ্নিত না করা বা ভুল তথ্যসংবলিত ছবি, যেমন ভুল বৈজ্ঞানিক নাম বা ভুল পরিচিতি
আপনার আপলোড করা ছবি যেন প্রতিযোগিতার নির্দেশিকা অনুসরণ করে, তা নিশ্চিত করুন! 😊
ছোট মুদ্রণ: এই প্রতিযোগিতা মূলত স্বেচ্ছাসেবকদের দ্বারা আয়োজিত, এবং আয়োজকগণ নিজস্ব যৌক্তিক বিবেচনার ভিত্তিতে প্রতিযোগিতার যে কোনও নিয়ম পরিবর্তন অথবা পরিবর্ধন করার বা প্রতিযোগিতাটি বাতিল করার অধিকার রাখেন, এমনকি এটি শুরু বা চলাকালীন সময়েও। পৃষ্ঠপোষকদের (স্পনসরদের) কোনও প্রকার সমস্যায় আয়োজকগণ পুরস্কার জোগান দেয়ার দায়িত্ব কিংবা কোনো দায়বদ্ধতা গ্রহণ করে না। এই পাতার নিয়ম বা অন্য কোন কিছু যে কোন সংস্থার সাথে আইনত সম্পর্ক তৈরি করার কোন প্রস্তাব নয়। বিচারকরা প্রতিযোগিতার মুল পুরস্কার গ্রহণের জন্য যোগ্য বিবেচিত হবেন না (যদিও অন্যথায় ছবি অবদান রাখার জন্য আমরা স্বাগত জানাই)।
পরিসংখ্যান
| |
আপলোডকৃত ছবি |
যোগাযোগ
নিচের যে কোনও মাধ্যমে প্রতিযোগিতা সম্পর্কে আপনার যে কোনো জিজ্ঞাসা আমাদের জানান।
- আলোচনা পাতা: আলোচনা পাতায় বার্তা লিখুন
- ইমেইল: info
wikimedia.org.bd
- টেলিগ্রাম: টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন
সর্বশেষ তথ্য এবং সংবাদের জন্য আমাদের অনুসরণ করুন: